বাড়ছে তাপমাত্রা! বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা এই ৪ রাজ্যে! কেমন থাকবে ভারত ও বাংলার আবহাওয়া?

বাংলা হান্ট ডেস্ক : আগামী তিন মাসে ভারতের বেশিরভাগ অংশেই বইবে তাপপ্রবাহ। গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে দিনের সর্বোচ্চ গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ১৯০১ সালের পর দিনের হিসাবে এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, মার্চের প্রথম সপ্তাহে ৩৫ ডিগ্রি ছাপিয়ে যাবে কলকাতার তাপমাত্রা। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৫%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৬%

কলকাতার আবহাওয়া : শহর কলকাতায় পরিষ্কার আকাশ। সকালের তাপমাত্রার খুব একটা রদল বদল হবে না। পূবালী হাওয়ার দাপট থাকবে। জলীয় বাষ্প প্রবেশ করায় আর্দ্রতাজনিত  অস্বস্তি ও বাড়তে থাকবে। আগামীকাল শুক্রবার থেকেই দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩  ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকালের তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩০ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায়  কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

উত্তরবঙ্গের আবহাওয়া : বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং-এর কোনও কেনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ মার্চ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং-এর সঙ্গে কালিম্পং-এও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : শুক্রবার ৩ মার্চ সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হবে না। দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

temperature hot summer weather

আগামীকালের আবহাওয়া : দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিঙে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং ও কালিম্পং -এ  হালকা বৃষ্টি হতে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।

ভারতের আবহাওয়া : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ কাশ্মীর ভ্যালি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। এই তিন রাজ্যে ঝড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। পাঞ্জাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আগামী ৪৮ ঘন্টায় এবং বুধবার চন্ডিগড় ও হরিয়ানাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।


Sudipto

সম্পর্কিত খবর