শুরু ঠান্ডার দাপুটে ইনিংস! তাপমাত্রা নামবে আরও কয়েক ডিগ্রি, কতদিন চলবে শীতের এই স্পেল?

বাংলা হান্ট ডেস্ক : নিম্নমুখী তাপমাত্রার পারদ। কলকাতা-সহ আশপাশের এলাকায় মঙ্গলবারের তুলনায় আজ বুধবার অনেকটাই নামল তাপমাত্রা। সকালে রোদের দেখা নেই। সঙ্গে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেলা বৃদ্ধির সঙ্গে আকাশ পরিষ্কার হবে। তবে দিন-দুয়েকের মধ্যে তাপমাত্রায় বড় পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ১৪.৬°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১২.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৪৯%
বাতাস : ১৬ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬১%

আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

weather cold shit

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি এবং কুয়াশা থাকতে পারে। কালিম্পং. জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের পর উত্তুরে হওয়ার দাপট ক্রমশ বাড়বে। শুক্রবার থেকে পরবর্তী দু’তিন দিনে রাজ্যের তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শনি ও রবিবার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি বা তারও নীচে নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রীর নীচে নেমে যাবে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের স্পেল শুরু হবে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি নেমে গেলে শৈতপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়।

আগামীকালের আবহাওয়া : আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

Sudipto

সম্পর্কিত খবর