বাংলা হান্ট ডেস্ক : তাপমাত্রার পারদ চড়ছে হুহু করে। গায়ে জ্বলছে রোদে। দোলের আগেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে যাবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। দক্ষিণবঙ্গ উষ্ণতম দিন পেতে চলেছে। চড়া রোদে নাভিশ্বাস উঠবে রাজ্যবাসীর।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৬°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৪%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৯%
কলকাতার আবহাওয়া : কলকাতার তাপমাত্রা আজ দিনের বেলায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত কয়েকদিন ধরেই সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকছে আকাশ। বেলা বাড়লে বাড়ছে রোদের তেজ। যত সময় এগোবে তত তাপমাত্রার পারদ চড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে প্যাচপ্যাচে গরম অনুভূত হবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান বেশি থাকার কারণে চড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গের আবহাওয়া : আগামী ৫ দিন উত্তরবঙ্গের দিন বা রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন আসবে না। বিহার সংলগ্ন জেলাগুলির কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কুয়াশা দেখা যেতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলি শুকনোই থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কলকাতা শহর থেকে দূরবর্তী জেলাগুলিতে রাত বা ভোরের দিকে সামান্য তাপমাত্রা কমলেও দিনেরবেলা আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। উপকূলসংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও সকালের দিকে কুয়াশার প্রকোপ দেখা দেবে। আগামী ৫ দিন গোটা দক্ষিণবঙ্গ জুড়েই দিন বা রাতের তাপমাত্রায় বিরাট কোন পরিবর্তন আসবে না। আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আগামীকালের আবহাওয়া : দোলের আগে পর্যন্ত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন দেখা দেবে না। অন্যবছর হোলির আগে দক্ষিণবঙ্গের দু-এক পশলা বৃষ্টি হলেও এ বছর তেমন কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের পার্বত্যজেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশা দেখা যেতে পারে।