ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়! কতটা প্রভাব ফেলবে বাংলায়? আজকের ওয়েদার আপডেট

বাংলাহান্ট ডেস্ক : বঙ্গোপসাগরে উপর সৃষ্ট নিম্নচাপ ক্রমেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এমনটাই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে এর প্রভাবে বাংলাতে তেমন না পড়লেও, তামিলনাড়ু, অন্ধপ্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে প্রবল বেগে বইবে হাওয়া। এই সাইক্লোনের নাম দেওয়া হয়েছে মান্দোস।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ২৪.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৯.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৫২%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫১%

আজকের আবহাওয়া : হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের তুলনায় তা কিছুটা বেড়েছে। সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে উত্তরবঙ্গে। তবে তু্ষারপাতের সম্ভাবনা এখনই নেই পাহাড়ের জেলাগুলিতে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

পারদ নামলেও শীত পড়ার সম্ভাবনা এখনই নেই। দক্ষিণবঙ্গে সাধারণত শীত পড়তে পড়তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। সাধারণত, রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলে তবেই বলা যায় শীত পড়েছে। ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকে সাধারণত এরকম পরিবর্তন লক্ষ্য করা যায় দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। পরবর্তী এক মাস এরকমই চলে। অর্থাৎ ১৫ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমের দিকে থাকে।

আগামীকালের আবহাওয়া : গত কয়েক দিনে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা বেড়েই চলেছে। ফের কবে শীত পড়বে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। কনকনে শীতের জন্য এখনও বেশ খানিকটা অপেক্ষা করতে হবে।

Sudipto

সম্পর্কিত খবর