চলে এল শীতের মরসুম! শীত শীত আমেজে নামবে পারদ, আরও কমবে তাপমাত্রা

বাংলাহান্ট ডেস্ক : কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে কমতে শুরু করবে তাপমাত্র। রাতে শীত শীত ভাব বহাল থাকবে গোটা রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ এবং আগামিকাল দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ২৯.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২০.৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৫%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭১%

আজকের আবহাওয়া : আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। সেটাও স্বাভাবিক। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় একেবারে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী পাঁচদিন উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের আটটি জেলায়, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা।
অপরদিকে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।বাকি রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলায় সকালে এবং রাতে শীত শীত ভাব বহাল থাকবে আরও ৭২ ঘণ্টা। পারদ পতনের পূর্বাভাস রয়েছে ১০ নভেম্বর থেকে। ১০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। ১১ তারিখের পর দক্ষিণবঙ্গের উপকূল এবং লাগোয়া কয়েকটি জেলায় সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামীকালের আবহাওয়া : আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন ভোরের দিকে কিছুটা শিরশিরে অনুভূতি হবে। তবে দিনেরবেলায় সেরকম কোনও অনুভূতি মিলবে না। অনেকটা রাত এবং ভোরের দিকে কিছুক্ষণ গায়ে হালকা চাদরও দিতে হতে পারে। তবে কম্বল, লেপ এখনই লাগবে না।

Sudipto

সম্পর্কিত খবর