বাংলা হান্ট ডেস্ক : গত ৪৮ ঘন্টায় প্রায় ৫ ডিগ্রি বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। ৩০ জানুয়ারি তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি, সেখানে ৩১ জানুয়ারি তা হয় ১৮.৫ ডিগ্রি। আজ ১ ফেব্রুয়ারি তাপমাত্রা বেড়ে ১৯.৯ ডিগ্রি। আগামিকাল থেকে আবারও খামখেয়ালি আবহাওয়া। রয়েছে পারদ পতনের সম্ভাবনা। বৃহস্পতি, শুক্র, শনি, রবি এবং সোম এই ৫ দিনে ৫ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস রয়েছে। কলকাতায় আবারও ১৫ ডিগ্রির কাছাকাছি এবং পশ্চিমাঞ্চলের জেলায় ১২ ডিগ্রির কাছাকাছি পারদ নামতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ১৭.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৫.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৭%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৮%
আজকের আবহাওয়া : শহর কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আগামী ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা তেমন বড় কোনও পরিবর্তন হবে না। তবে তারপরে ২ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এরপরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
অপরদিকে, দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের ২ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া : মৌসম ভবনের পূর্বাভাস বৃহস্পতিবার থেকে এই পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা। রাজ্যের দিকে পশ্চিমী ঝঞ্ঝার পথ পরিষ্কারের সম্ভাবনায় এই পরিস্থিতি তৈরি হতে পারে। তবে কনকনে ঠান্ডার আর সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।