দাপট দেখাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা! বৃষ্টিতে ভিজবে বাংলার ৩ জেলা, কেমন থাকবে দোলের আবহাওয়া?

বাংলা হান্ট ডেস্ক : ফেব্রুয়ারিতেই রাজ্য থেকে হাওয়া শীত। বেলা বাড়লেই কড়া রোদের ঝলকানি। ফ্যান বন্ধ রাখাই যেন কষ্টের। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে আজ বুধবার থেকেই আবহাওয়া বদলের সম্ভাবনা। পূবালী হাওয়ার প্রভাবে জলীয় বাষ্প ঢুকে বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৭%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮১%

কলকাতার আবহাওয়া : কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯১ শতাংশ। সকালে আকাশ আংশিক মেঘলা ছিল। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা। পূবালী হাওয়ার প্রভাবে জলীয় বাষ্প ঢুকতে পারে বাংলায়। বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। মার্চের শুরু থেকেই হুহু করে বাড়বে তাপমাত্রা। দোলের দিন উষ্ণ আবহাওয়া বজায় থাকবে। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে বলেই জানা যাচ্ছে।

weather 8

উত্তরবঙ্গের আবহাওয়া : বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে এর পরের তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। পরের তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

আগামীকালের আবহাওয়া : দোলের দিন কলকাতায় ৩৫ ডিগ্রি তাপমাত্রা থাকতে অনুমান করা হয়েছে। জেলায় জেলায় মার্চের শুরুতেই আবহাওয়ায় ব্যপক রদবদল দেখা দেবে। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


Sudipto

সম্পর্কিত খবর