‘হিমের পরশ লেগেছে হাওয়ার পরে’, আসছে শীত! সপ্তাহান্তে নামবে তাপমাত্রার পারদ! আজকের ওয়েদার আপডেট

বাংলাহান্ট ডেস্ক : আসছে শীত। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে হু হু করে নামবে তাপমাত্রার পারদ। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আগামী সপ্তাহে নামবে পারদ। হাওয়ায় অফিসের তরফে জানান হয়েছে এরই মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তবে এর প্রভাব পড়বে না বাংলায়।কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালে ও সন্ধ্যায় মনোরম আবহাওয়ার বিরাজ করবে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৯%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৯%

আজকের আবহাওয়া : আগামী রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমবে। সঙ্গে পাল্লা দিয়ে কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। সেই সঙ্গে শুষ্ক আবহাওয়া ও শীতের অনুভূতি বাড়বে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ৩১ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজকে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : রবিবার থেকেই রাজ্যে তাপমাত্রা কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ আরও বাড়বে। হালকা শীতের আমেজ হতে পারে কয়েকটি জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং -এর পার্বত্য এলাকায় শুক্র ও শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।

শনিবার পর্যন্ত তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রির মধ্যেই থাকবে শহর কলকাতায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানা গিয়েছে। রবিবার নাগাদ দুই অথবা এক ডিগ্রি কমতে পারে তাপমাত্রার পারদ। উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়া এখনও পর্যন্ত সেভাবে প্রবেশ করছে না এই রাজ্যে। যা প্রবেশ করছে তা খুব একটা শক্তিশালী নয়। তাই এই রাজ্যকে এখনও শীতের জন্য আরও বেশ খানিকটা অপেক্ষা করতে হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া : ১২ তারিখ থেকে ধীরে ধীরে পরিষ্কার হবে বাংলার আকাশ। ১২ তারিখের পর থেকে তাপমাত্রার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের তাপমাত্রা মূলত শুষ্কই থাকবে। আর তেমনভাবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টিপাত ইতিমধ্যেই কমেছে।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর