বাংলা হান্ট ডেস্ক : শীতের (Winter) শেষ ইনিংস বেশ ভালই চলেছে। কয়েকদিন আগে হঠাৎই বেপাত্তা হয়ে যায় শীত। বাংলার মানুষকে স্বস্তি দিতে মাঝ কিছুদিন ফিরে এসেছিল শীতের আমেজ। তবে এবার বোধহয় বিদায়ের বেলা এসে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে এই সপ্তাহের শেষের দিক থেকেই বিদায় নেবে শীত।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৭১%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬১%
আজকের আবহাওয়া : আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শহরের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : মৌসম ভবনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ১৩ ফেব্রুয়ারি সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবারের মধ্যে শুধুমাত্র দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া বেশ শুকনো থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী দিন তিনেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তারপরের দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
অপরদিকে দক্ষিণবঙ্গে আগামী ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী তিন দিন রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে তারপরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আবারও ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।
আগামীকালের আবহাওয়া : আগামীকাল দিন ও রাতের তাপমাত্রা খানিক কমতে পারে। তবে এটা দীর্ঘস্থায়ী নয় বলেই ধারণা। এবং এরপর যে তাপমাত্রা বাড়বে সেটাতেই হবে চলতি বছরের শীতের বিদায়।