আশার কথা শোনাল আবহাওয়া দফতর! এক ধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ, একনজরে আজকের আবহাওয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা বেশ কিছুটা নামবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। উত্তর-দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় কুয়াশাও দেখা দিতে পারে বলে জানা যাচ্ছে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ২১.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৬.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৫১%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫১%

আজকের আবহাওয়া : এদিন বিকেলে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সঙ্গে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে তারপরের ২-৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

অপরদিকে, ১৬ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের কোথাও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও তারপরের ২-৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত .কমে যেতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।

আগামীকালের আবহাওয়া : আবহাওয়া দফতর জানিয়েছে এই সপ্তাহেই রাজ্য জুড়েই তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে কনকনে শীত কবে, সেব্যাপারে আপাতত কোনও পূর্বাভাস দিতে পারেনি মৌসম ভবন।

সম্পর্কিত খবর

X