হুহু করে নামছে তাপমাত্রার পারদ! মাঝ নভেম্বরেই দাপট দেখাচ্ছে উত্তুরে বাতাস, কেমন থাকবে আজকের আবহাওয়া?

বাংলাহান্ট ডেস্ক : সময়ের আগেই শীতের (Winter) আগমন রাজ্যে। নভেম্বরের মাঝেই রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রার পারদ নেমে গেল ১০ ডিগ্রির নিচে! শহর কলকাতাতেই (Kolkata) মঙ্গলবার সর্বনিম্ন উষ্ণতা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। আর তাতেই সকাল থেকে বেশ শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। একই পরিস্থিতি পশ্চিমের জেলাগুলিতেও। একধাক্কায় পারদ পতন দশের নিচে। ঠান্ডায় কাঁপছে পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura)। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ২৮.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৯%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫১%

আজকের আবহাওয়া : আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ উষ্ণতা ২৯.৪, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আলিপুর হাওয়া দফতর জানাচ্ছে রাজ্যে উত্তরের ঠান্ডা হাওয়া প্রবেশে বাধা কেটে যাওয়ায় শীতের আগমন। হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। আর তার জেরেই এই রকম পারদ পতন। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জঙ্গলমহলের জেলাগুলির পাশাপাশি দুই বর্ধমানেও শীতের আমেজ টের পাবে, পূর্বাভাসে তা বলাই ছিল। আর তা সত্যি করেই পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপমাত্রা এতটা নেমে গেল।

পুরুলিয়ায় (Purulia) উষ্ণতা ৯.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই মরশুমের শীতলতম দিন। বাঁকুড়ায় (Bankura) মঙ্গলবার তাপমাত্রা পারদ নেমেছে ১৪.৪ ডিগ্রি সেন্টিগ্রেডে। যা মঙ্গলবার ছিল ১৪.৫ ডিগ্রি। এবারে শীতের প্রথম ধাক্কায় উত্তরবঙ্গের কালিম্পংকে পিছনে ফেলে দিয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়ের উষ্ণতা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কমছে তাপমাত্রা।

আগামীকালের আবহাওয়া : আগামী চার থেকে পাঁচ দিন এমনই আবহাওয়া থাকবে গোটা বঙ্গে। ঠান্ডা আরও বাড়বে। কুয়াশায় মুড়বে উত্তর থেকে দক্ষিণ। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Sudipto

সম্পর্কিত খবর