বাংলাহান্ট ডেস্ক : সামান্য চড়ল তাপমাত্রার পারদ। তবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের নীচেই রয়েছে শহরের তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে তাপমাত্রা বাড়লেও শীতের আমেজে তেমন কিছু প্রভাব পড়ার সম্ভাবনা। আপাতত শুস্ক আবহাওয়া থাকবে তেমন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাহাড়ে রয়েছে তুষার পাতের পূর্বাভাস ।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৪°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৫%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৭%
আজকের আবহাওয়া : নভেম্বর মাসের প্রথম থেকেই তাপমাত্রার পারদ পতন শুরু হয়ে গিয়েছে শহরে। কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে তিন ডিগ্রি নেমে গিয়েছে। ভোররাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। পরিস্কার আকাশে রোদ উঠলেও শীতের আমেজ থাকছে সারাদিনই। গত কয়েকদিন তাপমাত্রা শহরে ১৭ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। এমনই পরিস্থিতি চলবে আগামী বেশ কয়েকদিন। পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ পতন শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমেও। উঁচু এলাকাগুলিতে রয়েছে তুষারপাতের পূর্বাভাস। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় জমিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে বলেই মনে করছেন আবহবিদরা। ডিসেম্বরের শুরু থেকেই আরও পতন শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে উত্তরের জেলাগুলিতে।
এদিকে, কলকাতার তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ শীতের আমেজ দেখা গিয়েছে। তাপমাত্রার পারদ পতন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপমাত্রার পারদ পতন জারি থাকবে। এমনই জানিয়েছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া : এখনই রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে না। আগামী বেশ কয়েকদিন শহরের আকাশ হালকা মেঘলা থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। জাঁকিয়ে শীত পড়তে এখনও কোনও পূর্বাভাস নেই। ডিসেম্বরের ১৫ তারিখের আগে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।