বাংলাহান্ট ডেস্ক : কিছুটা বাড়ল শহর কলকাতার (Kolkata Weather Update) তাপমাত্রার পারদ। এখনও শীতের (Winter 2022) আমেজ মহানগরীতে। বৃহস্পতিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা সামান্য বেড়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কিন্তু, শীত শীত আমেজেও খুশি নন শীত প্রেমীরা। তাঁদের প্রশ্ন, কবে শহরে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? এই প্রসঙ্গে কিছুটা আশার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে, হাওয়া অফিস সূত্রে খবর এমনটাই।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৫°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৭%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬১%
আজকের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪১ শতাংশ। কলকাতায় ভোর এবং রাতের দিকে ঠান্ডা অনুভূত হতে পারে। কিন্তু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। দিনের বেলা খুব একটা পারদ পতনের সম্ভাবনা নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও কমছে। জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিংয়ে। সেখানে বেড়েছে পর্যটকদের আনাগোনাও। শীতে চাদর মুড়ি দিয়ে দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে ভিড় বেড়েই চলেছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও রেকর্ড পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ধীরে ধীরে কমবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়বে। আকাশ থাকবে মেঘমুক্ত। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে।
আগামীকালের আবহাওয়া : দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ দক্ষিণ ভারতের দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু উপকূলে পৌঁছবে রবি – সোমবারে। তবে বাংলায় এই নিম্নচাপের কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।