বাংলাহান্ট ডেস্ক : আরও একবার ঊর্ধ্বমুখী কলকাতার তাপমাত্রার পারদ। গত ৪৮ ঘন্টায় কলকাতার ন্যূনতম তাপমাত্রা বেড়েছে প্রায় ৪ ডিগ্রি। ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। তবে তাপমাত্রা বৃদ্ধি হলেও রাজ্য জুড়ে শীত শীত ভাব বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ২০.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৬.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৪%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৭%
আজকের আবহাওয়া : আজ সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে সঙ্গে কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার সর্ব নিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। বরিবার যা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ৪৮ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রিরও বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আজ সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘন্টায় কুয়াশা থাকতে পারে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া : আগামী পাঁচদিন ভোরের দিকে হালকা কুয়াশা দিকে থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে কলকাতার তুলনায়। ২১ ডিসেম্বর বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে বলেই জানিয়েছে।