আবহাওয়ার খবর : হঠাৎই পাল্টে গেল আবহাওয়ার চরিত্র! আগামী সপ্তাহে বড় পরিবর্তন ইঙ্গিত

বাংলা হান্ট ডেস্ক : আবারও শহরে পারদ পতন। এক ধাক্কায় ১৩ ডিগ্রিতে নামল কলকাতা শহরের তাপ মাত্রা। কুয়াশা ঢাকা সকাল থাকলেও বেলা বাড়তেই রোদের দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়ে দিয়েছিল যে ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে তাপমাত্রা। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। কিন্তু হঠাৎ করে তাপমাত্রার এই পতনে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে, কলকাতায় আর ফিরছে না জাঁকিয়ে শীত। আগামী সপ্তাহে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে যেতে পারে কলকাতার তাপমাত্রা। তারপরও কলকাতার পারদ খুব একটা নীচে নামার কোনও লক্ষণ দেখছেন না আবহাওয়াবিদরা। নেতাজির জন্মদিন থেকে সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ সবই উষ্ণতায় কাটবে বলে মত আবহাওয়াবিদদের।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ১৪.৬°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১২.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৫১%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৯%

আজকের আবহাওয়া : কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা বাড়তে পারে। আগামিকাল থেকে ক্রমশই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে কলকাতায়। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ কমবে। দিনের বেলায় শীত উধাও হবে।

weather

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গে আরও তিন দিন শীতের আমেজ থাকবে। ২২ তারিখের পর আবহাওয়ার পরিবর্তন হবে। দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে পরবর্তী ২-৩ দিনে।

এই মুহূর্তে শীত ফিরে (Weather) আসার সম্ভাবনা নেই। বরং তাপমাত্রার পারদ চড়বে আগামী কয়েকদিনে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন আকাশ পরিষ্কার থাকবে। এখন রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা কম হচ্ছে বটে তবে ২৪ ঘণ্টা পর থেকে ভোল বদলাবে আবহাওয়া।

কখনও শীত, কখনও গরম–খামখেয়ালি আবহাওয়ার ভোলবদলে নাজেহাল বঙ্গবাসী। কখনও উত্তরবঙ্গে তেড়ে বৃষ্টি হচ্ছে তো দক্ষিণবঙ্গে গরম (Weather), আবার দক্ষিণে কনকনে ঠান্ডা পড়ছে তো উত্তরে তাপমাত্রা বাড়ছে। এই ভরা শীতেও আবহাওয়া কখন ভেল্কি দেখিয়ে দেয় তা বোঝার উপায় নেই।

আগামীকালের আবহাওয়া : আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড় বদল হবে না। তবে ২৪ ঘণ্টা পর থেকে রাতের তাপমাত্রাও বাড়তে শুরু করবে। চড়চড় করে উষ্ণতা বাড়বে দিনেও। ২২ তারিখ থেকে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রির মতো বেড়ে যাবে। সর্বোচ্চ ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে।


Sudipto

সম্পর্কিত খবর