বাংলাহান্ট ডেস্ক : সকাল থেকেই মেঘলা আকাশ। আপাতত সকালের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ঘূর্ণিঝড় সিতরাং-এর প্রভাবে আজ থেকেই রাজ্যের উপকূলবর্তী এলাকার আবহাওয়ার পরিবর্তন ঘটবে। রয়েছে। তবে আশার কথা হলো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) নিশ্চিত করে বলেছে ঘূর্ণিঝড় সিত্রাং সুন্দরবন ছুঁয়ে গেলেও রাজ্যে বড় কোনও প্রভাবের সম্ভাবনা প্রায় নেই।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৯%
বাতাস : ১৭ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৩%
আজকের আবহাওয়া : আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্মনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮১ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আবহাওয়া দফতর জানিয়েছে ২৪ অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা কয়েছে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ধন্টা অর্থাৎ ২৫ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মঙ্গলবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই।
ধেয়ে আসছে সিতরাং। তবে বাংলাদেশের বরিশালের আশপাশে এর ল্যান্ডফল হলেও আমাদের রাজ্যকেও ছুঁয়ে যাবে। যে কারণে ২৫ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ অক্টোবর অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে রাজ্যের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিকেল থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
আগামীকালের আবহাওয়া : ২৪ অক্টোবর অতি গভীর নিম্নচাপটি অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। সেই সময় তার বেগ থাকতে পারে ঘন্টায় ৮৫-৯৫ কিমি। আৎ ২৫ অক্টোবর ভোরে এর বেগ বেড়ে ঘন্টায় ৯০ থেকে ১০০ কিমি হতে পারে। তবে ২৫ অক্টোবরেই তার বেগ কবে ঘন্টায় ৪৫-৫৫ কিমি হবে এবং অতিপ্রবল ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।