বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণবঙ্গের দু’একটি জায়গায় সামান্য বেড়েছে তাপমাত্রা। অপরদিকে, উত্তর-পশ্চিম দিক থেকে ঠাণ্ডা বাতাস হুহু করে ঢুকছে রাজ্যে। উত্তরবঙ্গের পরিস্থিতি একটু অন্যরকম। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীতের এই ওঠানামা বন্ধ হবে না বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ২৮.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৫%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৩%
আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা মোটামুটি স্বাভাবিক। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস গত কয়েকদিনের মতোই। ২৯ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী ২৯ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আগামীকালের আবহাওয়া : তাপমাত্রার ওঠানামা চলতেই থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে উত্তুরে ঠান্ডা বাতাস ঢোকার সমস্ত বাধা কেটে গেছে। অচিরেই নামবে তাপমাত্রা। জাঁকিয়ে ঠান্ডা এখন শুধু সময়ের অপেক্ষা। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।