বাংলা হান্ট ডেস্ক : শীতের ছুটি হলেও কলকাতা এবং তার আশপাশের এলাকায় কুয়াশার ছুটি নেই। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকছে শহর। বেলা বাড়লে অবশ্য কুয়াশা কেটে গিয়ে রোদ উঠছে। মাঘ মাসের শুরু থেকেই শীত ক্ষীণ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার জেরে দুর্বল হয়েছে উত্তুরে হাওয়া। বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। ফলে রাজ্যে প্রবেশ করছে জলীয় বাষ্প।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ১৭.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৬.৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৩%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮২%
আজকের আবহাওয়া : আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। এ ছাড়া, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। কলকাতার তাপমাত্রা বৃহস্পতিবারের চেয়ে সামান্য বেড়েছে শুক্রবার। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : এদিন সকালে দেওয়া মৌসম ভবন জানিয়েছে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩০ জানুয়ারি সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন চারেক রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
অপরদিকে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩০ জানুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গেও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিনে অস্থায়ীভাবে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। মনে হবে যেন ঠান্ডা আবার ফিরে এসেছে। পরবর্তী ২ দিনে তাপমাত্রা আবারও ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। এরপর আবার ২-৩ ফেব্রুয়ারি থেকে ২-৩ দিনের জন্য তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া : একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হচ্ছে। যার জেরে সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির আশপাশে একটু বেশিই ঘোরা ফেরা করছে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে ছিল একটি বিপরীত ঘূর্ণাবর্ত। যে কারণে মাঘের মাঝামাঝি গরমের পরিস্থিতি।আপাতত দিন-দুয়েক তাপমাত্রা কিছুটা কমবে। দুদিন পর থেকেই আবার তা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।