বাংলাহান্ট ডেস্ক : গতকাল দুপুরের বিভিন্ন সময়ে বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হুগলি, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয় আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Report) পক্ষ থেকে। পূর্বাভাস মতোই কোনও কোনও জায়গায় মাঝারি বৃষ্টিও হয়। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৭%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৬%
আজকের আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : ২৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বর্জবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি রকমের বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আগামীকালের আবহাওয়া : হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নিস্তার নেই পূজার কয়েকটা দিনেও। ভারী বৃষ্টিতে ভিজবে পাহাড়ের জেলাগুলিও। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।