বাংলা হান্ট ডেস্ক : বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার অনেক জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা কিছুটা গ্রাস পেয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস উত্তরবঙ্গের ৫ টি জেলায় দু’এক পশলা বৃষ্টিরপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একধাক্কায় তাপমাত্রার পারদ নামতে পেতে পারে প্রায় ৫ ডিগ্রির মতো। তবে বর্ষশেষের আগেই আবারও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে মৌসম ভবন।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ১৭.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৫.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৫০%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৩%
আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে থাকবে ঘন কুয়াশা। তবে পরে আকাশা পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে সর্বোচ্চ ৯৩ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি রকমের কুয়াশাও থাকতে পারে বলে জানা যাচ্ছে। উত্তর দিনাজপুরের আবহাওয়া শুকনো থাকলেও, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি রকমের কুয়াশা থাকতে পারে। আগামী শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া বাকি সবকটি জেলায় শুকনো আবহাওয়া থাকলেও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে কোনও কোনও জায়গায়। আগামী দুদিনে উত্তরবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তার পরের তিন দিনে আবারও তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকলেও সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি রকমের কুয়াশা দেখা দিতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে কুয়াশার প্রকোপ কমবে এবং আবহাওয়াও শুকনো থাকবে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। পরবর্তী দুদিনে তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আগামীকালের আবহাওয়া : বর্ষবরণ এবং নববর্ষে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই বলেই জান্না হয়েছে। বুধবার থেকে আগামী ৫ দিনে ৫ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। বর্ষবরণের দিনে তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।