বাংলা হান্ট ডেস্ক : একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ করছে রাজ্যে। তার জেরে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরা ফেরা করছে ১৮-১৯ ডিগ্রির আশপাশে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে ছিল একটি বিপরীত ঘূর্ণাবর্ত। যে কারণে মাধের মাঝামাঝি গরমের পরিস্থিতি। আপাতত দিন-দুয়েক তাপমাত্রা কমবে আবার তা বৃদ্ধি পাবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ১৬.৮°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৫.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৭০%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৯%
আজকের আবহাওয়া : আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল, ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। ২-৩ ফেব্রুয়ারি নাগাদ কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জানুয়ারি সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। আগামী দিন চারেক রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩০ জানুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গেও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিনে অস্থায়ীভাবে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। মনে হবে যেন ঠান্ডা আবার ফিরে এসেছে। পরবর্তী ২ দিনে তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এরপর আবারও ২-৩ ফেব্রুয়ারি থেকে ২-৩ জিনের জন্য তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। যা ৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হবে।
আগামীকালের আবহাওয়া : আগামী সপ্তাহের শেষ দিকে শুরু শীতের স্পেল।দক্ষিণবঙ্গে রবিবার থেকে তাপমাত্রা সামান্য কমবে। সোমবারের মধ্যে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। মঙ্গল ও বুধবার অর্থাৎ ১ ফেব্রুয়ারির মধ্যে আবারও বাড়বে তাপমাত্রা। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি নামবে তাপমাত্রা। জেলায় জেলায় ১২ ডিগ্রির নিচে নামতে পারে পারদ। আরও একবার জমিয়ে শীতে স্পেল তিন থেকে চার দিনের, এমনই পূর্বাভাস মৌসম ভবনের।