বাংলায় চলছে শীতের ধুন্ধুমার ব্যাটিং! কতদিন নট আউট থাকবে শীত? জানিয়ে দিল আবহাওয়া দফতর

বাংলা হান্ট ডেস্ক : শীতের (Winter) ফিরতি স্পেল শুরু হয়ে গেছে বাংলা (West Bengal) জুড়ে। ঠাণ্ডা হাওয়ার কারণে তাপমাত্রার পারদ নামছে হুহু করে। এখন কনকনে না হলেও ঠান্ডা পড়তে শুরু করেছে বেশ ভালোই। দিন কয়েক আগে জানুয়ারি মাসের শেষের দিকে তাপমাত্রা ঘোরাঘুরি করছিল ১৫.৮ ডিগ্রি থেকে ১৮.৫ ডিগ্রি মধ্যে, ফেব্রুয়ারি মাসে সেটাই বেড়ে ১৯.৯ ডিগ্রিতে পৌঁছায়। কিন্তু আজ তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ২৩.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৪.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৪%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৯%

আজকের আবহাওয়া : শহরের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘন্টায় তাপমাত্রা নেমেছে প্রায় সাড়ে তিন ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার পূর্বাভাস রয়েছে।

weather 5

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এর পরের ২ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

অপরদিকে, দক্ষিণবঙ্গেও আর্দ্রতা বেশ কম থাকবে। আগামী ২ দিনে তাপমাত্রা নেমে যাবে ২-৪°সেলসিয়াস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হচ্ছেনা আপাতত। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বেশ অনেকটাই কমতে চলেছে।

আগামীকালের আবহাওয়া : আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে, রবিবার-সোমবার পর্যন্ত সেরকম আবহাওয়া থাকতে পারে। অর্থাৎ বেশ কিছুটা ঠান্ডা অনুভূত হবে। তবে জাঁকিয়ে শীত পড়ার বিষয়ে আপাতত আলিপুর আবহাওয়া দফতরের কিছু জানানো হয়নি।

Sudipto

সম্পর্কিত খবর