বাংলা হান্ট ডেস্ক : আবারও বঙ্গবাসীকে খুশির দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। অনেকেই ভেবেছিলেন, শীত হয়তো এবারের মতো বিদায় নিল, কিন্তু, তাঁদের ভুল প্রমাণ করে হাওয়া অফিস জানিয়ে দিল, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আরও একবার শীতের আমেজ অনুভূত হবে গোটা বাংলাজুড়ে। দু’দিনে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রার পারদ।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ১৫.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৪.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৭%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭২%
আজকের আবহাওয়া : রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। জেলার ক্ষেত্রে বৃহস্পতিবার ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। অর্থাৎ জমিয়ে শীতের আরও একটা স্পেল আসতে চলেছে ফেব্রুয়ারির গোড়াতেই। আগামী বৃহস্পতিবার থেকে সোমবারের মধ্যেই ফের গায়ে চাপাতে হবে মোটা শোয়েটার, চাদর।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আগামী চার দিন জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে খুব সকাল থেকে বা ভোররাতে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী পাঁচদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সিকিমেও হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘণ্টায় সকাল ও সন্ধেয় শীতের আমেজ থাকবে বঙ্গে। আজ সোমবার তিন ডিগ্রি নামতে পারে পারদ। মঙ্গল ও বুধবার তাপমাত্রা সামান্য বাড়লেও বৃহস্পতিবার থেকে উত্তুরে হাওয়া বইবে হু হু করে। যার জেরে এ শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি নেমে যাবে।