একদিনেই লাফিয়ে বাড়ল তাপমাত্রা! ফের কবে ফিরবে শীত? জানাল আবহাওয়া দফতর

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই রাজ্যে শীতের (Winter) বিদায়পর্ব কার্যত শুরু হয়ে গিয়েছে। ঠিক সেই আবহেই এবার ফের শীতের প্রত্যাগমন কবে ঘটবে তার পূর্বাভাসও মিলল। তবে, আপাতত একলাফে অনেকটাই বৃদ্ধি পেল তাপমাত্রা। তার সাথে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে প্রায় সমগ্ৰ রাজ্য। যদিও, সকালের দিকে কুয়াশার প্রভাব পরিলক্ষিত হলেও দিনভর আকাশ পরিষ্কার থাকবে বলেও জানা গিয়েছে।

এক নজরে আজকের আবহাওয়া:
সর্বোচ্চ তাপমাত্রা : ৩১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১ শতাংশ
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫২%

আজকের আবহাওয়া: ইতিমধ্যেই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যদিও, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। অর্থাৎ পূর্বের দিনগুলির তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাপমাত্রার হার। পাশাপাশি, আপেক্ষিক আর্দ্রতার পরিমান হল সর্বোচ্চ ৯১ শতাংশ। তবে, বৃহস্পতিবার থেকেই ফের কিছুটা নিম্নমুখী হতে পারে তাপমাত্রা।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া: প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী দু’-তিনদিন যাবৎ উত্তরবঙ্গের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন না ঘটলেও পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পঙের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, সকালের দিকে কুয়াশার প্রভাব থাকতে পারে।

এদিকে, দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি,কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ অন্যান্য জেলাগুলিতে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকলেও এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানা গিয়েছে। যদিও, আগামী সপ্তাহে ফের তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে নেমে আসতে পারে।

weather 4

আগামীকালকের আবহাওয়া: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকালকেও এহেন তাপমাত্রা পরিলক্ষিত হতে পারে। যদিও, সপ্তাহান্তে অর্থাৎ শুক্র ও শনিবার কিছুটা কমবে তাপমাত্রা। যার ফলে ফের একবার শীতের আমেজ পাবেন রাজ্যবাসী। তবে, তখনও তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর