বাংলা হান্ট ডেস্ক : আজ মঙ্গলবার সকালে কলকাতা ও তার আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বাড়ল। সঙ্গে আকাশ ঢেকেছে কুয়াশায়। এদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। এর জেরেই জলীয় বাষ্প হুহু করে প্রবেশ করছে স্থলভাগে।
একনজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৯.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৮%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬১%
আজকের আবহাওয়া : মৌসম ভবন জানিয়েছে আগামি সোমবার পর্যন্ত শহর কলকাতায় শীত শীত ভাব থাকবে উধাও হবে।আবার মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি হঠাৎ অনেকটাই কমে যাবে তাপমাত্রা। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি থেকে প্রায় এক ডিগ্রি বেড়ে ২০.৭ ডিগ্রি হয়েছে। স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি থেকে সামান্য কমে ২৯.৯ ডিগ্রি হয়। স্বাভাবিকের থেকে যা দুই ডিগ্রি বেশি ।বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ থেকে কমে ৯৬ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলারই আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে মৌসম ভবন।
অপরদিকে, আজ বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওডডা, হুগলি এবং নদিয়ায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।
8 februaw ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পারদ এলোমেলো ভাবে ওঠানামা করবে বাংলায়। আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। বৃহস্পতি ও শুক্রবার তাপমাত্রা আবারও কিছুটা নামবে। শনিবার থেকে আবারও বাড়তে চলেছে তাপমাত্রা। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।