বাংলা হান্ট ডেস্ক : শীত (Winter) যেতে না যেতেই কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal) বেড়েছে তাপমাত্রা। দুপুরের দিকে হাঁসফাঁস গরম থাকলে, রাতের দিকে তাপমাত্রা কিছুটা নামছে। পশ্চিমা বাতাসের কারণে এই তাপমাত্রা বৃদ্ধি। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যে ৩৫ ডিগ্রি ছুঁয়েছে। উত্তরবঙ্গে এই মুহুর্তে কিছুটা হলেও স্বস্তি রয়েছে। এই সপ্তাহের মধ্যে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে, অন্যদিকে উত্তরের দুটি জেলাকে বাদ দিয়েও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৯%
কলকাতার আবহাওয়া : শহরের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগের দিন দুয়েকের মতোই, ৩৪ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস।আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া : আগামী বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন, দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে, জানিয়েছে মৌসম ভবন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী দিন পাঁচেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় হোলির দিন ৮ মার্চ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে আপরে। ১১ মার্চ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই বৃষ্টির কারণে তাপমাত্রায় অনেক পতন দেখা দেবে।
ভারতের আবহাওয়া : হোলির আগেই বড় পূর্বাভাস দিল আবহাওয়া। মৌসম ভবনের সতর্কতা অনুযায়ী মধ্যপ্রদেশ, গুজরাত, ঝাড়খণ্ড, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে আজ- থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা যাবে। মধ্যপ্রদেশে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৫ দিনে বজ্রপাত এবং বৃষ্টির সতর্কতা জারি করে ১২ রাজ্যকে সতর্ক করল আবহাওয়া দফতর। সেই সঙ্গে কিছু কিছু রাজ্যে তাপমাত্রার ব্যাপক বৃদ্ধি ঘটবে বলেও পূর্বাভাসে জানিয়েছে আইএমডি। ছত্তিশগড়ে আকাশ মেঘলা থাকবে। পঞ্জাব ও হরিয়ানায়তেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা।