আর মাত্র কিছুক্ষণ! প্রবল ঝড়ের আশঙ্কা দক্ষিণবঙ্গের, সঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা এই ৩ জেলায়

বাংলাহান্ট ডেস্ক : তীব্র গরমে নাজেহাল হচ্ছিল বঙ্গবাসী। বহু প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে ঢুকেছে বর্ষা। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তুমুল বৃষ্টি। আবহাওয়া অফিস সতর্ক করে বলেছে এই বৃষ্টি এখনই থামবে না। আবহাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে মেঘলা আকাশ। আজ ভোর থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায় শুরু হয়েছে বৃষ্টি।

এই আবহেই আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি নিয়ে বেশ কিছু জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলী, নদীয়া, উত্তর ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এরই সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। একই সাথে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা ও হাওড়ায়।

এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সবাইকে সাবধান থাকতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের তিন জেলার জন্য লাল সর্তকতা জারি করেছে। বলা হয়েছে এই তিন জেলায় অতি ভারী বৃষ্টি হবে।

weather report

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী ২০ জুন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একই সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এ। দক্ষিণ দিনাজপুর ও মালদাতে ভারী বৃষ্টি হবে আগামী কয়েকদিন। পাহাড়ি অঞ্চলগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলগুলিতে বিশেষ করে ২০, ২১ ও ২২শে জুন ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর