বাংলা হান্ট ডেস্ক : সকালে ঘাসের আগায় শিশিরের ছোঁয়া হিমের পরশ এসব দেখে বঙ্গবাসীর মনে উত্ফুল্ল শেষ নেই। আর কেন হবে না? নভেম্বরের শেষ বেলা তার উপরে অয়নের শুরু তাই বঙ্গে শীতের আমেজ জোরালো হয়েছে। ক্রমশই তাপমাত্রার পারদ নামছে, বুধবার সকাল থেকে শীতের আমেজ আরও জোরালো হয়েছে।
আজ অর্থাত্ বৃহস্পতিবার সকালে শহর কলকাতার পারদ ছুঁয়েছে সর্বনিম্ন 18.2 ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। যদিও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা আরও বেশ খানিকটা কমেছে। তবে এখনই জাঁকিয়ে শীত না পড়লেও বঙ্গে ঠান্ডার আমেজ আরও জোরালো হবে এমনটাই বলছে আলিপুর হাওয়া অফিস। শুধু তাই নয় চলতি সপ্তাহের শেষ দিকে শীতের আমেজ আরও বাড়বে।
যেহেতু জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশে তুষারপাত হচ্ছে তাই সেই হাওয়া ঢুকছে দক্ষিণবঙ্গে যার জেরে সকাল সন্ধে দু বেলায় আপনার চার পারদ নামবে, জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই নামবে। যদিও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে নিম্নচাপ অক্ষরেখার জন্য আজ ও কাল হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, শীতের শুরুতেই যেহেতু ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল পশ্চিম বঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলে দাপট দেখিয়েছে তাই বুলবুল সরে যেতেই আকাশ ঝলমলে ও পরিষ্কার হয়ে গেছে আর তাতেই খুব সহজে উত্তরে হাওয়া ঢুকতে পারছে বঙ্গে। তবে এখনই পাকাপাকি ভাবে শীত না পড়লেও ডিসেম্বর মাসে মাঝামাঝি সময় থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।
তবে মাঝে নিম্নচাপের সম্ভাবনা করা হলেও আপাতত সেই সম্ভাবনা নেই তাই শীতের আমেজ যে বেশ কয়েকদিন অব্যাহত থাকবে তা বলা যাচ্ছে।