আজকের আবহাওয়াঃ YAAS-এর বিপদ কাটলেও আগামী দু’দিন হালকা থেকে মাঝারি-ভারী বৃষ্টির সম্ভাবনা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কলকাতার (Kolkata) আকাশ থেকে YAAS-এর আশঙ্কার মেঘ কেটে রোদ উঠেছে। তবে আগামী কয়েক ঘণ্টা ইয়াসের জেরে কলকাতা সহ গাঙ্গেয় উপত্যকায় হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। সাংবাদিক বৈঠক জানান আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আরেকদিকে ইয়াসের আশঙ্কায় কলকাতার মা ফ্লাইওভার, এজেসি ফ্লাইওভার, চিংড়িঘাটা ফ্লাইওভার সহ সমস্ত উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছিল। ঝড়ের সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, এই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। কিন্তু আশঙ্কার মেঘ কেটে যাওয়ায় এখন সমস্ত উড়ালপুল খুলে দিয়েছে কলকাতা পুলিশ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতে, উড়িষ্যা আর বঙ্গীয় উপকূলে শক্তিশালী ইয়াস ঝড়ের দাপট চলছে। তবে এই ঝড় ধীরে ধীরে উড়িষ্যার বালেশ্বর হয়ে উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডের দিকে এগিয়ে চলেছে। ৯ ঘণ্টার মধ্যে এই ঝড় তাঁর সমস্ত শক্তি খুইয়ে দেবে।

হাওয়া অফিস অনুযায়ী, আজ এবং আগামীকাল উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। গাঙ্গেয় উপত্যকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার মালদা-মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে।

X