বাংলাহান্ট ডেস্কঃ আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) আপডেট জানাচ্ছে, জোড়া নিম্নচাপের জেরে বাংলার প্রবল বৃষ্টি আসন্ন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর সুস্পষ্ট নিম্নচাপটি সরে গিয়ে অবস্থান করছে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর। আবার অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে মঙ্গলবার থেকেই রাজ্যে বৃষ্টির আভাষ দিচ্ছে আবহাওয়াবিদরা।
আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। মঙ্গলবার থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল বাংলার বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুতসহ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১৫ মিনিটে সূর্যোদয় হয়ে ৬ টা বেজে ০৬ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।
চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
ভোর ৪ টা বেজে ০৬ মিনিটে চন্দ্রোদয় হয়ে পররে দিন বিকেল ৫ টা বেজে ৪৭ মিনিট অবধি থাকছে।
ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৫-১৩ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।
সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৬৬% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।
বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫৪% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।