বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

Bangla Hunt Desk: একের পর এক নিম্নচাপ সংগঠিত হচ্ছে বঙ্গোপসাগরে। আগামীকালের আবহাওয়ায় (weather tomorrow) ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতে এবং শেষে জোড়া নিম্নচাপে নাজেহাল অবস্থা হতে চলেছে কলকাতার (Kolkata)। বছরের শুরু থেকে বাংলার দক্ষিণে বিশেষ একটা বৃষ্টিপাত না দেখা গেলেও, এবার নিম্নচাপের বৃষ্টিতে তিলোত্তমা।

rain 12

   

চলতি সপ্তাহের শুরুর দিকের ঘনীভূত হওয়া নিম্নচাপের মাঝেই আবহাওয়া দফতর জানাচ্ছে সপ্তাহ শেষে রবিবার নাগাদ আবারও একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে বঙ্গোপসাগরে। জোড়া নিম্নচাপের উত্তাল থাকবে সমূদ্র তীরবর্তী এলাকা। দীঘা, মন্দারমণি এলাকায় জারী করা হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদেরও মাছ ধরতে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে।

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে নিম্নচাপের প্রভাব। আগামীকালও নিম্নচাপের জেরে ভিজবে কলকাতা সহ দক্ষিণ বাংলার বেশ কিছু অঞ্চল।

kolkata rain

৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে আভাষ দিয়েছে হাওয়া অফিস। ক্রমাগত বৃষ্টির জেরে বেশ ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করেছ। তবে দক্ষিণবঙ্গের এই নিম্নচাপ বহু প্রতীক্ষিত বৃষ্টির ঘাটতি ঠিক কতটা পূরণ করতে পারেব, তা নিয়ে আশঙ্কায় রয়েছে আবহাওয়া দফতর।

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১৬ মিনিটে সূর্যোদয় হয়ে ৬ টা বেজে ০৩ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
সকাল ৭ টা বেজে ১৮ মিনিটে চন্দ্রোদয় হয়ে রাত ৮ টা অবধি থাকছে।

rain 5 1

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ৪৫-২২ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে দিনভোর বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫৫% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫৬% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর