সরছে নিম্নচাপের অবস্থান, এরই মাঝে দেখুন আগামীকালের আবহাওয়ার আপডেট

বাংলাহান্ট ডেস্কঃ আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) আপডেট থেকে জানা যাচ্ছে, ধীরে ধীরে অবস্থানের পরিবর্তন হচ্ছে নিম্নচাপের। বাংলার দক্ষিণকে পাশ কাটিয়ে আবারও উত্তরের দিকে ধাবিত হচ্ছে এই নিম্নচাপ। যার জেরে আগামী রবিবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির আগাম পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া দফতর।

rain kol55 1593941626

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। শুক্রবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। আকাশ বেশ অন্ধকারাচ্ছন্ন রয়েছে। তবে আগামীকাল সকালের দিকে আকাশ পরিষ্কার হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। তবে বেলার দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে।

উত্তরে বাড়বে বৃষ্টির পরিমাণ
রবিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলার উত্তরে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে রবিবার সোমবার ভারী বৃষ্টির আভাষ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

rain 14

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১৮ মিনিটে সূর্যোদয় হয়ে ৫ টা ৫৬ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
দুপুর ৩ টা বেজে ২৪ মিনিটে চন্দ্রোদয় হয়ে রাত ২ টা বেজে ২৩ মিনিট অবধি থাকছে।

rain 5 1

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ২০-১৭ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ২৫% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৩%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ১৩% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ২৪%।


Smita Hari

সম্পর্কিত খবর