বাংলাহান্ট দেস্কঃ মঙ্গলবার সকাল থেকে কোথাও বৃষ্টি আবার কোথাও রোদেলা আবহাওয়া। আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আগামীকাল বৃষ্টি অপেক্ষা আবহাওয়ার শুষ্ক ভাবই বেশি থাকবে। আবহাওয়ার খামখেয়ালীপনার জন্য বাংলার কোথাও বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই, আবারও কোথাও রোদের উপস্থিতি।
আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল সকালের দিকে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে আকাশ মূলত আবছা থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ২০ মিনিটে সূর্যোদয় হয়ে ৫ টা ৫১ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।
চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
সন্ধ্যে৬ টা বেজে ৫০ মিনিটে চন্দ্রোদয় হয়ে ভোর ৬ টা বেজে ৫৩ মিনিট অবধি থাকছে।
ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে।
সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৬৭% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।
বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ২৫% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ১২%।
টানা বেশ কয়েকদিন বৃষ্টির পর বিক্ষিপ্তভাবে সাময়িক বিরতি নিচ্ছে বৃষ্টি। গোটা বাংলায় একযোগে না হয়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জাগয়ায় হচ্ছে বৃষ্টিপাত।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা