দিনের শুরুতেই জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ আগামীকালের আবহাওয়া (weather tomorrow) সম্পর্কে আবহাওয়াবিদরা জানাচ্ছে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে রয়েছে ভারী বৃষ্টিপাত। সেইসঙ্গে সারাটা দিন থাকবে বৃষ্টির আমেজ। তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমবে বলে আশা করা যাচ্ছে।

rainfall2 630x420 1

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। সকালের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আবহাওয়া দফতর জানাচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড়ের আশঙ্কা রয়েছে।

rILLmGlaeB

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ৯ মিনিটে সূর্যোদয় হয়ে ৬ টা বেজে ১৬ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/চন্দ্রাস্ত
সন্ধ্যে ৭ টা বেজে ০২ মিনিটে চন্দ্রোদয় হয়ে পররে দিন সকাল ৬ টা বেজে ২৪ মিনিট অবধি থাকছে।

cyclone1 20200604095316

ঝড় বৃষ্টির সম্ভাবনা
ঘণ্টায় ১৩ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে বৃষ্টি, তুষারপাত এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৬০% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ২৯%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৪৩% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।


Smita Hari

সম্পর্কিত খবর