মঙ্গলবারের ভারী বৃষ্টিপাতের মধ্যে জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়ায়

বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতের মধ্যে আগামীকালের আবহাওয়া (weather tomorrow) কেমন থাকবে জেনে নিন। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। বিশেষত বাংলার দক্ষিণের আকাশে শুরু হয়েছে বৃষ্টিপাত। আগামীকালও এই একইরকম বৃষ্টির আবহাওয়াই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

rain 1 7

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। সকাল থেকেই শুরু হবে বৃষ্টি। কখনও হালকা, কখনও ভারী বৃষ্টির মধ্যেই দিয়েই কাটবে আগামীকালের গোটা দিন। তবে বিকালের দিকে আবার বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুত সহ ঝড়ের আভাষ দিচ্ছে হওয়া অফিস।

image 124

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১০ মিনিটে সূর্যোদয় হয়ে ৬ টা বেজে ১৫ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
সন্ধ্যে ৭ টা বেজে ৪১ মিনিটে চন্দ্রোদয় হয়ে পররে দিন সকাল ৭ টা বেজে ১৮ মিনিট অবধি থাকছে।

fani 1

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে ঘণ্টায় ৩২ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। আবার রাতের দিকে ৩০ কিমি/ঘন্টা বেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৭৬% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫৫% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।


Smita Hari

সম্পর্কিত খবর