শক্তিবৃদ্ধি করছে নিম্নচাপ, জেনে নিন আগামীকালের আবহাওয়ার আপডেট

বাংলাহান্ট ডেস্কঃ দানা বাধছে নিম্নচাপ, এরই মাঝে আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) আগাম পূর্বাভাস জানাচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু এলাকায়। সপ্তাহের শুরু থেকেই প্রবল বর্ষণের মুখোমুখী হয়েছিল কলকাতা বাসী। সেই নিম্নচাপ কিছুটা সরে গেলেও, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আবারও এক নিম্নচাপ। সপ্তাহ শেষে আবারও ধেয়ে আসছে প্রবল বৃষ্টিপাত।

image 53111

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল বাংলার বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুতসহ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১১ মিনিটে সূর্যোদয় হয়ে ৬ টা বেজে ১৩ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

বৃষ্টির সম্ভাবনা

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
রাত ৯ টা বেজে ২৩ মিনিটে চন্দ্রোদয় হয়ে পররে দিন সকাল ৯ টা বেজে ৪৯ মিনিট অবধি থাকছে।

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

52708418 2245348925707528 6284050926625882112 n

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৬০% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৪১% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।


Smita Hari

সম্পর্কিত খবর