বাংলাহান্ট ডেস্ক : সকাল থেকেই শহরের আকাশ জুড়ে ঘন কালো মেঘ। কিন্তু দেখা মিলছে না সেই কাঙ্খিত বর্ষার। আপাতত দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে গুমোট অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে উত্তরবঙ্গের (North Bengal) বেশ কয়েকটি জেলায় চলবে ভারী বৃষ্টি। এমনটাই পূর্বাভাস। তবে মৌসুমী অক্ষরেখার পূর্বের যে অংশ হিমালয়ের পাদদেশে রয়েছে, তা আগামী দুদিনের মধ্যে দক্ষিণমুখী হবে। যার প্রভাবে পরিবর্তন হবে আবহাওয়ারও (Weather)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৮° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৫.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৭%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯১%
আজকের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এদিন সকালে দেওয়া কলকাতা ও তার আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। জানা যাচ্ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ অগাস্ট বুধবার সকালের মধ্যে পর্বত পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে জানাচ্ছে মৌসম ভবন। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে বলে জানা যাচ্ছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গার তাপমাত্রা কিছুটা হলেও হ্রাস পাওয়ার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আগামীকালের আবহাওয়া : দক্ষিণবঙ্গে গতকাল বৃষ্টির আশা জাগিয়েও বেপাত্তা বর্ষা। বৃষ্টির ঘাটতি বাড়ছে। আগামী ৪৮ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। অপরদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী ২৪ ঘন্টায়।