বাংলাহান্ট ডেস্ক : আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে (South Bengal) বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। গভীর হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও। আপাতত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। পশ্চিমের চার জেলায় আজ থেকেই ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ২৯.৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৭%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭১%
আজকের আবহাওয়া : কলকাতায় সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে। দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা নিচে নেমে গিয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৯ ডিগ্রি। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কমে যায়। তাপমাত্রা হয়েছে ২৯.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ রয়েছে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে তিন মিলিমিটার।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : এই মুহুর্তে উত্তরবঙ্গে ভারী অথবা অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের সমতলের জেলাগুলিতে দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনি এবং রবিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে পাহাড়ের জেলাগুলিতেও।
দক্ষিণবঙ্গে আজও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের চার জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে শুক্রবার মূলত মেঘলা আকাশ দেখা যাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে বলে মৌসম ভবন সূত্রে খবর। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে শনিবার থেকে। শনিবারে উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত প্রবল নিম্নচাপে পরিণত হবে বলে জানা গিয়েছে। রবিবার ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
আগামীকালের আবহাওয়া : ক্রমশ বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে। তাপমাত্রাও নিম্নমুখী। তবে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। কিন্তু আগামী শনিবার ও রবিবার উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।