বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গে (North Bengal) গত এক মাস ধরেই অব্যাহত বৃষ্টি। কিন্তু, দক্ষিণবঙ্গে (South Bengal) ততটাই কৃপণ এবারের বর্ষা। সম্ভবনা দেখিয়েও দেরিতে প্রবেশ করে বর্ষার (Weather Update)। আর তারপরই দু’এক পশলা ছাড়া দেখা নেই বৃষ্টিপাতের। বঙ্গোপসাগরে সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এখনো তা মুষলধারা রূপ গ্রহন করেনি। বৃষ্টির প্রভাবে কিছুটা শান্তি পাওয়া গেলেও প্রবল আর্দ্রতাজনিত গুমোট গরমে কাহিল অবস্থা শহরের। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) জানাচ্ছে বৃহস্পতিবার থেকেই সম্ভবনা রয়েছে ভারী বৃষ্টির।
আজকের আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৯%
আজকের আবহাওয়া: সকাল থেকেই গোমড়া মুখে কলকাতার আকাশ। মেঘের ফাঁকে রোদের দেখাও পাওয়া যাচ্ছে কয়েকবার। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জন্য যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তার প্রভদবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে চলেছে বলে জানাচ্ছে মৌসম ভবন। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় একেবারেই নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকই থাকবে। আজ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩এ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৯%।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে চলছেই প্রবল বৃষ্টিপাত। কিন্তু বৃষ্টির শিকে ছেঁড়েনি দক্ষিণবঙ্গের ভাগ্যের আকাশে। গত বেশ কয়েক সপ্তাহ ধরেই প্যাচপ্যাচে গরমে কাহিল শহরের মানুষ। ঘূর্ণাবর্তের জেরে উপকূলের জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবারের পর থেকেই দক্ষিণবঙ্গে তিনটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বর্ষণের ফলে গুমোট গরম থেকে স্বস্তি পাবে মানুষ। যদিও বর্ষার মুষলধারে বৃষ্টি ঠিক কবে শুরু হবে দক্ষিণবঙ্গে সে বিষয়ে এখনও কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর।
জুনের শুরু থেকেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রায় এক মাস ধরে এই বর্ষণ অবিরত চলার পর এখন কিছুটা শান্ত। যদিও দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া: আগামী ৪৮ ঘন্টায় ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবারের পর থেকেই বাড়তে চলেছে বৃষ্টিপাতের সম্ভবনা।