আমফান ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ভারী বৃষ্টির পূর্বাভাস বিধ্বস্ত দুই ২৪ পরগণা সহ ৯ জেলায় : আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ সঠিক সময়েই বাংলায় ঢুকেছে বর্ষা। উত্তর ও দক্ষিণ এর জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যেই রয়েছে দুই ২৪ পরগনা। আমফানের কারনে এখনো এই দুই জেলার বিস্তীর্ন অঞ্চল জলের তলায়। এর সাথে ভারী বৃষ্টি এই অঞ্চলের মানুষগুলোর দুর্দশা আরো বাড়াবে বলেই মনে করা হচ্ছে

rain 4

দুই ২৪ পরগণা ছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার দুএকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তরেও।

মৌসম ভবন জানিয়েছে, বাংলায় বর্ষা প্রবেশের সাথে সাথেই মিজোরাম, অসম, ত্রিপুরা ও মণিপুরের একাংশে ঢুকেছে। মধ্য-আরব সাগর, গোয়া, কোঙ্কন, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, রায়লসিমা, মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্বের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মোসুমী বায়ুপ্রবেশ করবে। ফলে দক্ষিণের পাঁচ রাজ্য প্রবল বৃষ্টিতে ভাসার সম্ভাবনা রয়েছে।

rain in Kolkata social

গতকাল শহররে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে। আজ সর্বোচ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকেব ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

136475 rain

শহরের আকশে সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার থেকে শুরু করে বৃষ্টিও হয়েছে কয়েক পশলা। তবে শুক্রবার বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুতসহ ঝড়ের পর আজ বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস।

Rain in India2 2.2e16d0ba.fill 650x500 1

উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা দার্জিলিং,কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোচবিহার,  আলিপুরদুয়া,জলপাইগুড়ি এবং দক্ষিণ বঙ্গের বেশ কিছু অংশ বাংলাসহ, দুই মেদিনীপুর, কলকাতা, হুগলী, পুরুলিয়া, হাওড়া বাকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, বাকুড়ায় আগামী ৫ দিন থাকবে বর্ষার আমেজ।

সম্পর্কিত খবর