সতর্কতা জারী মৎস্যজীবীদের জন্য, বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : এখনই মিটছে না দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির কৃপনতা। বৃষ্টি নিয়ে বিশেষ কিছু খুশির খবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। গত বৃহস্পতিবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে (Weather Update)। উল্টে রাজ্যে বাড়বে গুমোট গরম। দক্ষিণবঙ্গে পাসিং শাওয়ার অর্থাৎ যতক্ষণ মেঘ সরবে ততক্ষণই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে মাত্র।

এক নজরে আজকের আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৬.২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৩%
বাতাস :  ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৩%

আজকের আবহাওয়ার খবর : এবারে বৃষ্টির মারাত্মক ঘাটতি দেখা যাচ্ছে বাংলায়। পরিসংখ্যান বলছে ১৪ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি রয়েছে প্রায় ৪৫ শতাংশ। গোটা রাজ্য জুড়ে সার্বিক ঘাটতি ২৬ শতাংশ। শুক্রবার শহর কলকাতায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। বিক্ষিপ্তভাবে ঘটবে মেঘের সরণ। সেই অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শহরে। গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি। রাতের তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা প্রায় ৯২ শতাংশ। আজ আরও বাড়বে তাপমাত্রা। আর পাল্লা দিয়ে বাড়বে আপেক্ষিক আদ্রতাও। ফলে গুমোট গরমে রয়েছে প্যাচপ্যাচে ঘামের অস্বস্তি বজায় থাকবে। আলিপুর অবহাওয়া দফতরের খবর অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১৫.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আবারও বৃষ্টি বাড়তে চলেছে উত্তরবঙ্গে। মালদা ও দুই দিনাজপুর ছাড়া বাকি পাঁচটি জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে মৌসম ভবন। ১৪ জুলাই দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। আজ থেকে আগামিকাল পর্যন্ত পাহাড়ের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিসের পক্ষ থেকে জানাচ্ছে জুনের বৃষ্টির খামতি মেটার কোনও লক্ষণ নেই জুলাইয়েও। বরং পরবর্তী সময়ে সেই ঘাটতি আরও কিছুটা বাড়তে পারে। তবে পশ্চিমের জেলাগুলিতে যেমন পুরুলিয়া ,বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা ,ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আদ্রতাজনিত অস্বস্তিও।

তবে আবহাওয়া দফতরের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের মৎসজীবিদের জন্য। জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তাই আজ ১৫ জুলাই মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

আগামীকালের আবহাওয়া : উত্তরবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আগামী ৪৮ ঘন্টায় প্রবল বর্ষনের সম্ভবনা রয়েছে পাহাড়ের জেলাগুলিতে। কিন্তু দক্ষিণবঙ্গের ভাগ্য শুকনোই। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির দেখা মিলবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Sudipto

সম্পর্কিত খবর