বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, আগামী ৭২ ঘন্টায় ফের একবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

Published On:

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : আগামী বুধবার বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর (weather office)  । যার জেরে দক্ষিণ এর জেলাগুলিতে ৭২ ঘন্টার মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং হাওড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

Kolkata: Rains lash Kolkata on Feb 27, 2019. (Photo: IANS)

আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে শহরের আকাশে কখন রোদ তো কখনও মেঘ বিরাজ করছে। তবে বেলার দিকে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশির ভাগ এলাকায় মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে, সমুদ্রে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। তাই সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য সতর্কবার্তা জারী করা হয়েছে। সেইসঙ্গে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

অতিভারী বৃষ্টিতে জয়পুরের রাস্তাগুলি পরিনত হয়েছিল খরস্রোতা নদীতে। বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় বুক সমান জল প্রবল গতিতে ছুটে চলেছে শহরের রাজপথ দিয়ে৷ যাওয়ার পথে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাইক, স্কুটি থেকে ছোট চারচাকার গাড়িও। জলের গতি এতটাই গাড়িগুলিকে মনে হচ্ছে যে শোলার টুকরো।

পাশাপাশি, ভেসেছে স্কুল, কলেজ, অফিস আদালতও। বেশ কয়েকটি অঞ্চলে ভূমি ধসের কারনে রাস্তা বন্ধ। বৃষ্টির জল এতখানি বালি বয়ে এনেছিল যে জল সরলে দেখা গিয়েছে বালির তলায় চাপা পড়েছে অটোর মতো ছোট যানবাহন গুলি। বালি সরিয়ে সেগুলি উদ্ধার করতে ব্যস্ত তাদের মালিকরা৷

 

X