বাংলাহান্ট ডেস্ক : আগামী ৪৮ ঘন্টায় বাংলায় আরও বাড়তে চলেছে তাপমাত্রা (Weather Update)। তার দুদিন পরেই আবার আবহাওয়ার চিত্র (Weather Report) বদলাবে উত্তরবঙ্গে (North Bengal)। বাড়বে বৃষ্টির সম্ভাবনা। কিন্তু কপাল খারাপ দক্ষিণবঙ্গেরই (South Bengal)। বৃষ্টির জন্য শহরবাসীকে আরও অপেক্ষা করতে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) ।
একনজরে আজকের আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৬.৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৮%
আজকের আবহাওয়ার খবর : বাড়তে চলেছে শহর কলকাতার তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশে দেখা যাবে আলোছায়ার লুকোচুরি। বিক্ষিপ্তভাবে মেঘের সরণ অনুসারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দিনের তাপমাত্রা ৩২.৭ ডিগ্রি থেকে ২ ডিগ্রি বেড়ে ৩৪.২ ডিগ্রি হয়ে যায়। কাল রাতের তাপমাত্রা ২৭.২ ডিগ্রি থেকে সামান্য বেড়ে ২৭.৫ ডিগ্রি হয়। আগামী দু’দিন এই তাপমাত্রা আরও বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ। ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে আজ সারাদিনই। শহর কলকাতায় গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৫.৭ মিলিমিটার।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আগামী দু’দিন উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে। এই পরিস্থিতি বজায় থাকবে ১৮ জুলাই পর্যন্ত। তারপর আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। ১৮ জুলাই দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে মৌসম ভবন। শনি এবং রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
অন্য দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমদিকের জেলা যেমন পুরুলিয়া ,বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা ,ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে শহর কলকাতার থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। গতকালকের ঝড়ো বাতাস আর নেই সমুদ্রে। গতকাল মৎস্যজিবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে বদলাবপ আবহাওয়ার চিত্র। বাড়বে তাপমাত্রা। কমবে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বিশেষ বদল হবে না। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।