বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে দাপট দেখাচ্ছে বর্ষা। গুজরাত, মুম্বাই, দিল্লি সহ দেশের নানা প্রান্তে সকাল থেকে দফায় দফায় প্রবল বৃষ্টিপাতের খব জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বেশ কয়েকটি অঞ্চল ইতিমধ্যেই জলমগ্ন বলে জানা যাচ্ছে।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আষাঢ়ের প্রথম সপ্তাহ জুড়ে চলবে এই বৃষ্টিপাত। সেই সঙ্গে জারী থাকবে বজ্রপাতও। বৃষ্টি হবে আজও। আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী শুক্রবার নাগাদ একটি নিম্নচাপ বাংলার উপকূলে ধেয়ে আসতে পারে। সেই কারণেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
@IndiaWeatherMan super duper heavy rains with thunder !!
56mm in last 60mins in andheri !
Pouring only from parle to versova area !!
So happy to be present here !! pic.twitter.com/0jl3iKBIJw— Snehal Pathak (@snehalpathak5) June 15, 2020
উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা দার্জিলিং,কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোচবিহার, আলিপুরদুয়া,জলপাইগুড়ি এবং দক্ষিণ বঙ্গের বেশ কিছু অংশ বাংলাসহ, দুই মেদিনীপুর, কলকাতা, হুগলী, পুরুলিয়া, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে জমিয়ে বর্ষন হবে। আগামী ১০ দিনে কলকাতায় ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। দক্ষিণের কয়েকটি জেলায় এই বৃষ্টিপাত ছাড়াতে পারে ১৫০ মিলিমিটার পর্যন্ত।
Monsoon at Chilika lake… it’s evening. Clouds ensuring makeup in the mirror of lake. Reflection telling us about uniqueness between lake and clouds @odisha_tourism pic.twitter.com/dDwjfOsjE1
— Vijay IAS (@Vijaykulange) June 15, 2020
গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ রাতের তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকেব ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
Monsoon rain in Bhubaneswar's Baramunda area this morning. pic.twitter.com/p2tDD5B2js
— Dayanidhi Dash (@dayanidhi_dash) June 15, 2020
অন্যদিকে ২১ জুন কলকাতা থেকে দেখা যাওয়ার কথা বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ। কিন্তু আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কলকাতা বাসী গত ডিসেম্বরের মত ফের একবার সূর্যগ্রহণ দেখা থেকে বঞ্চিত হতে পারে।
Seems monsoon is here pic.twitter.com/At1qgW8lJY
— Dewdrop (@Dewdrop59486561) June 15, 2020
২১শে জুন সূর্যের আংশিক গ্রহণ হবে। সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৯.১৫ মিনিটে। ১০.১৭ মিনিটে পূর্ণমাত্রায় গ্রহণ চলবে। সর্বোচ্চ সীমায় পৌঁছবে ১২.১০ মিনিটে। ২.০২ মিনিটে পূর্ণ মাত্রার গ্রহণ শেষ হবে। ৩.০৪ মিনিটে সম্পূর্ণ হবে গ্রহণ।