বাংলাহান্ট ডেস্কঃ আয়লার পথ ধরেই এগিয়ে আসছে ঘুর্ণিঝড় আম্ফান। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার বেলা ১২টায় মন্দারমণির কাছে মূল ভূ খন্ডে আছড়ে পড়তে চলেছে ঝড়টি। গতি থাকবে ১৭০ কিমি প্রতি ঘন্টা। আয়লার মতোই দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে তান্ডব চালাবে ঝড়টি। পূর্ব মেদিনীপুর দিয়ে প্রবেশ করে ঝড়টি হাওড়া, কলকাতা, উঃ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের দিকে চলে যাবে।
ঘূর্ণীঝড়ের আশঙ্কায় সমদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে মৎস্যজীবীদের। পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর এলাকা থেকে মৎস্যজীবীদের বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরতে নিষেধ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে তো প্রবল ঝড়-বৃষ্টির পাশাপাশি দক্ষিণ এর সব জেলাতেই মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শহরের তাপমাত্রা
গতকাল কলকাতা (Kolkata) শহরের সকালে তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকে শহরের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
সকাল থেকে রোদের ঝলকানি, প্যাচপ্যাচে গরম আবহাওয়া থাকলে, বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ কমতে শুরু করবে। ক্রমশ মেঘ কমতে শুরু করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
ভারতের আবহাওয়া দফতর উত্তর ভারত মহাসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরে ভবিষ্যতের ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য ১৩ টি দেশ কর্তৃক নির্বাচিত ১৬৯ টি ঝড়ের নাম প্রকাশ করল। নামগুলির মধ্যে গুলাব, তেজ, অগ্নি, আগ অন্যতম। ২০০৪ সালে আটটি দেশের আবহাওয়া বিভাগ দ্বারা সূচিত ঘূর্ণিঝড়ের নামের পূর্বের তালিকাটি উত্তর ভারত মহাসাগর, বঙ্গোপসাগর বা আরব সাগরে আরও এই ঘূর্ণিঝড়ের পরে শেষ হয়ে যাবে। পরবর্তী ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হবে ‘আম্ফান’, থাইল্যান্ডের প্রস্তাবিত একটি নাম, যা ২০০৪ সালের তালিকায় শেষ।