এবার বাংলায় পড়তে চলছে হাড় কাঁপানো ঠান্ডা, বড়োসড়ো আপডেট দিল আবহাওয়া দফতর

weather update : পৌষের শুরুতেই ঝোড়ো ব্যাটিংয়ের জন্য তৈরি শীত। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিন হাড়কাঁপানো ঠাণ্ডার মুখোমুখি হবে উত্তর ভারত। বাংলাতেও অব্যাহত থাকবে শীতের দাপট। কাল রাত থেকে তাপমাত্রা নামতে শুরু করেছে। আগামী তিন চারদিন সেই দাপুটে ইনিংস দেখতে চলেছে বাংলাও।

todays Weather report 15 th december of west Bengal

মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের বেশিরভাগ জায়গায় ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। যদিও জানুয়ারির প্রথম সপ্তাহে, তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা উপরে থাকবে বলে আশা করা হচ্ছে।

আগামী সপ্তাহের প্রথম অংশে, উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং চন্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তর রাজস্থানে শৈত্য প্রবাহ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে দিল্লির মৌসম ভবনের পক্ষ থেকে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি, উত্তর রাজস্থান এবং উত্তর-পশ্চিম উত্তর প্রদেশে, আগামী দুই দিন শীতের প্রভাব সব থেকে বেশি থাকবে।

পাশাপাশি উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের বেশিরভাগ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা বজায় থাকলেও এবং সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি বাড়বে আজ। কাল রাত থেকেই পড়তে শুরু করেছে জাঁকিয়ে ঠাণ্ডা। তা আগামী কয়েকদিন স্থায়ী হবে। পাশাপাশি এবার একটু বেশি থাকবে ঠাণ্ডার আমেজ এবং স্থায়ী হবেও বেশি দিন।


সম্পর্কিত খবর