বাংলাহান্ট ডেস্ক : ছিটে ফোঁটা বৃষ্টির(Monsoon) সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। ঘর্মাক্ত শরীরে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের (South Bengal)। অন্যদিকে, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু (South West monsoon) এবার যেন বৃষ্টির ঝুলি খুলে দিয়েছে উত্তরবঙ্গের (North Bengal) জন্য। সেই জুন মাস থেকে ক্রমাগত বৃষ্টিতে জেরবার পাহাড়। বঙ্গের আবহাওয়া (Weather Update) আরও বেশকিছু দিন এমনই থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
একনজরে আজকের আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৮১%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৪%
আজকের আবহাওয়ার খবর : ভারী কালো মেঘ ভিড় করে আছে শহর কলকাতার আকাশে। মেঘের আঁচল সরিয়ে ক্ষনিকের জন্য লজ্জা লজ্জা মুখ করে উঁকি মারছেন সূর্যদেব। আর তাতেই বাড়ছে তাপমাত্রার প্রভাব। গুমোট গরমে নাজেহাল শহরবাসী। এইবছর তিলোত্তমার ভাগ্যে বৃষ্টি কি এমন ছিঁটেফোঁটাই? এটাই এখন সবচেয়ে বড়ো প্রশ্ন কলকাতাবাসীর। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ শহরের আপেক্ষিক আর্দ্রতা থাকবে প্রায় ৯০ শতাংশের আশেপাশে। সুতরাং সারাদিনই প্রায় প্যাচপ্যাচে গরম বজায় থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩.৩ ডিগ্রি। সোমবার রাতের তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। এরমধ্যে তাপমাত্রার বিশেষ কোনও রদল-বদল হবে না বলেই জানচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৫.২ মিলিমিটার।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : প্রবল বর্ষনে জুন মাস থেকেই বেহাল দশা উত্তরবঙ্গের। বৃষ্টি আরও বাড়বে বলেই জানাচ্ছে মৌসম ভবন। পাহাড়ের জেলাগুলিতে ২০ জুলাই অর্থাৎ গতকাল থেকেই অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সঙ্গে রয়েছে ভূমিধ্বসের সতর্কতা। প্রবল বৃষ্টিতে আলগা হয়ে রয়েছে পাহাড়ের মাটি। আবারও মুষলধারে বৃষ্টিতে যেকোনও সময়ই ঘটতে পারে ল্যান্ডস্লাইডিং। তাই এই বিষয়ে বিশেষ সতর্ক রয়েছে প্রশাসন।
দক্ষিণবঙ্গের অবস্থা তথৈবচ। ভারী বৃষ্টির দেখা নেই। পশ্চিমের জেলাগুলিতে তবু কিছুটা বৃষ্টির ঘাটতি কমলেও নিদারুণ দশা কলকাতা সহ একাধিক জেলারই। সারাদিনে দু’একপশলা বৃষ্টি হচ্ছে তাও ছিঁটেফোঁটা। বৃষ্টি হবে কবে? এই প্রশ্নে নিরুত্তর হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া : আগামীকাল থেকেই উত্তরবঙ্গে শুরু হবে প্রবল বৃষ্টির দাপট। যার জেরে কমবে পাহাড়ের তাপমাত্রাও। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।