উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও হবে ভারী বৃষ্টি, জেনে নিন কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরের পর এবার দক্ষিণেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারনে প্রবল বৃষ্টির হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর (weather office).

heavy rainfall 12

কোন কোন জেলায় বৃষ্টি হবে
দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷ আবিহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে, ২০ সেন্টিমিটার বৃষ্টি হবে রাজ্যের এই তিন জেলায়৷ কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও জারি হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

Kolkata rain5

তৈরি হচ্ছে নিম্নচাপ
আগামী ১৯ শে জুন বঙ্গোপসাগরের এক নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর প্রাক প্রস্তুতি শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকেই, এমনটা মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, আগামী ২০ জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচটি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে শনিবার পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর।

rain 8

ফিরছেন মৎস্যজীবিরা
বিগত কয়েকদিন ধরেই আবহাওয়ার বেশ খামখেয়ালিপনা দেখছে গোটা বঙ্গ। কখনও হালকা বৃষ্টি, তো আবার কখনও অতি ভারী বৃষ্টি। এরই মধ্যে মরসুমের মাছ ইলিশ ধরতে গিয়েও ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের।১৫ ই জুন থেকে এক এক করে ইলিশের উদ্যেশ্যে পাড়ি দেওয়া দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় ৩ হাজার ট্রলার উপকূলে ফিরতে শুরু করে দিয়েছে। গত বুধবার সকাল থেকেই গভীর সমুদ্রে শুরু হয়েছে উত্তাল ঢেউ সঙ্গে, এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। মাছ ধরতে গিয়ে যাতে ভয়াবহ বিপদের সম্মুখীন না হতে হয় মৎস্যজীবীদের, সেই কারণে তাঁদের ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

thewall rain

শহর কলকাতা
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ।

সম্পর্কিত খবর