আজ থেকে ভারী বৃষ্টির সম্ভবনা উত্তরবঙ্গে, কাল শহীদ দিবসে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বাংলাহান্ট ডেস্ক : সকাল থেকেই চোখ রাঙাচ্ছেন সূর্যদেব। আবার এরই সঙ্গে শহরের আকাশে ভিড় করে আছে ঘন কালো মেঘও (Monsoon)। আপাতত রোদ-বৃষ্টির এই অম্লমধুর খেলাতেই মেতে রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)। বৃষ্টির জন্য আশা বাণী এখনও শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। অপরদিকে ভাসছে উত্তরবঙ্গ (North Bengal)। বৃষ্টি সেখানে মত্ত ধুন্ধুমার ব্যাটিং-এ।

এক নজরে আজকের আবহাওয়ার খবর

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৩%
বাতাস : ৯ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৯%

আজকের আবহাওয়ার খবর : একদিকে তীব্র রোদ অন্যদিকে মুখ গোমড়া করে থাকা মেঘের উপস্থিতি। কখন বৃষ্টি নামবে তা বোঝার উপায় নেই শহরবাসীর। তবে বৃষ্টি হলেও তা মুষলধারা আকার নেবে না বলেই জানাচ্ছে মৌসম ভবন। রোদের তীব্রতা থাকায় বাড়ছে তাপমাত্রা। তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আপেক্ষিক আদ্রতাও। দুইয়ে মিলে গুমোট গরমে কাহিল করতে কলকাতাবাসীকে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ শহরের আপেক্ষিক আর্দ্রতা থাকবে প্রায় ৮৯ শতাংশের আশেপাশে। যার জেরে প্রায় সারাদিনই প্যাচপ্যাচে গরম অনুভূত হবে শহর কলকাতায়। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার রাতের তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে কলকাতার তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে মাত্র ৩.৯ মিলিমিটার।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গে বৃষ্টির এই বছর লম্বা ইনিংস চলছে। কোথাও মাঝারি কোথাও বা ভারী বৃষ্টিতে ভিজছে গোটা পার্বত্য অঞ্চলই। বৃষ্টি হলেও গত দুদিনে পাহাড়ের সমতল জেলাগুলিতে তাপমাত্রার প্রসার ছিল বেশ ঊর্ধ্বমুখী। আজ থেকে আবারও প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাই তাপমাত্রা অনেকটাই নামবে বৃষ্টির প্রভাবে। টানা বৃষ্টিতে আলগা হয়ে রয়েছে পাহাড়ের মাটি। তাই ভূমিধ্বসের বিপত্তি বিষয়ে যথেষ্ট সতর্ক প্রশাসন। উত্তরবঙ্গের পার্বত্য ও লাগোয়া পাঁচ জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর কমতে থাকবে বৃষ্টি দাপট। দক্ষিণের মতোই পরিস্থিতি ফিরবে উত্তরেবঙ্গেও।

দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘন্টা  তীব্র ঘর্মাক্ত অস্বস্তি নিয়েই কাটবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বেশ কিছু জেলায়। তবে এই সপ্তাহের শেষের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান সামান্য বাড়তে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামীকালের আবহাওয়া : গতকাল ২১ জুলাই। ‘শহীদ দিবস’ নিয়ে চূড়ান্ত ব্যস্ততা তিলোত্তমায়৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে কাল সারাদিনই প্যাচপ্যাচে গরমের পরিস্থিতি বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বা মাঝারি বৃষ্টির হওয়ারও সম্ভাবনা আছে। স্থানীয়ভাবে কোথাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। যদিও আপেক্ষিক আর্দ্রতা পারদ থাকতে ঊর্ধমুখী। তার সঙ্গে বাড়বে অস্বস্তিকর গরমও।


Sudipto

সম্পর্কিত খবর