বাংলাহান্ট ডেস্ক : আজ ২১ জুলাই। কলকাতার (Kolkata) ধর্মতলায় ভীড় করছে জনতা। শহীদ দিবসের উত্তাপ বাড়ছে মহানগরীতে। একই সঙ্গে বাড়ছে শহরের তাপমাত্রাও (Weather Update)। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ (Cloudy Sky)। রয়েছে গুমোট গরমও। তবে দুপুরের পর দক্ষিণবঙ্গে (South Bengal) দু’এক পশলা বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। অন্যদিকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমছে উত্তরবঙ্গে (North Bengal)।
এক নজরে আজকের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১%
বাতাস : ১০কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৩%
আজকের আবহাওয়ার খবর : সকাল থেকেই প্যাচপ্যাচে গরমে নাকাল শহরবাসী। মেঘে মুখ ঢেকেছে শহরের আকাশ। দেখা সূর্যেরও। আদ্রতাজনিত চরম অস্বস্তি বজায় রয়েছে একশো শতাংশ। এই প্রতিবেদন লেখার সময়ই ‘মেঘের কোলে রোদ হেসেছ’-র মতো মুখ দেখালো ‘সূর্যমামা’। তবে তাতে গরম বাড়লো আরও বেশ কিছুটা।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ শহরের আপেক্ষিক আর্দ্রতা থাকবে প্রায় ৯৩ শতাংশের আশেপাশে। সারাদিনই প্রবল গুমোট গরম বজায় থাকবে শহর কলকাতায়। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার রাতের তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকালকের থেকে আজ কলকাতার তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে মাত্র ৪.১ মিলিমিটার।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : জুন মাস থেকেই প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের মানুষ। পাহাড়ে একাধিকবার বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আজ থেকে উত্তরে বৃষ্টির প্রভাব কমতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। একই সঙ্গে কমবে ভূমিধ্বসের আশঙ্কাও।
অন্যদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আজ দুপুরের পর হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বলেই জানাচ্ছে মৌসম ভবন। কলকাতাতেও কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে সন্ধ্যার পর। তাতে কিছুটা হয়তো কমতে পারে গুমোট এই অস্বস্তিকর অবস্থা। তবে ভারী সম্ভাবনার কথা এখনও জানায়নি আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে কমতে চলেছে বৃষ্টির প্রভাব। সঙ্গে তাপমাত্রা একটু বাড়তে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া একই রকম। বিশেষ কোনও পরিবর্তন লক্ষ করা যায়নি বলেই আবহাওয়া দফতরের খবর।